রমজান এলেই আমাদের চারপাশে দেখা যায় এক অন্যরকম আবহ। দিনের শেষে সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে মসজিদে ধ্বনিত হয় আজানের সুর, আর সেই সুরের আহ্বানে রোজাদাররা মিলিত হন ইফতারের টেবিলে। কিন্তু সমাজের প্রতিটি মানুষের কি সে সুযোগ হয়? ইফতারের সময় যখন কেউ বাড়ির খাবার টেবিলে বসে, তখন কোনো রিকশাচালক হয়তো পথে ক্লান্ত শরীরে বিশ্রাম নিচ্ছেন, কোনো পথশিশু হয়তো অন্ধকার গলিতে শুকনো মুখে তাকিয়ে আছে, অথবা কোনো শ্রমজীবী মানুষ হয়তো না খেয়ে পার করছে রোজার দীর্ঘ সময়। এই বাস্তবতাকে বদলানোর স্বপ্ন নিয়েই বসুন্ধরা শুভসংঘ রাজধানীর মিরপুরের ইব্রাহিমপুরে এবার আয়োজন করেছে এক অনন্য মানবিক কার্যক্রম—এক মাসব্যাপী ইফতার মাহফিল।
রাজধানীর মিরপুরের ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ প্রতিদিন বিকাল হলেই পরিণত হয় এক অনন্য মিলনমেলায়। বসুন্ধরা শুভসংঘের স্বেচ্ছাসেবীরা ব্যস্ত হয়ে পড়েন ইফতার প্রস্তুতির কাজে। কেউ খেজুর ও শরবত সাজান, আবার কেউ ব্যস্ত থাকেন আগত রোজাদারদের বসার ব্যবস্থা করতে।
ইফতারের সময় ঘনিয়ে এলে একে একে হাজির হন সুবিধাবঞ্চিত—রিকশাচালক, দিনমজুর, শ্রমিক, পথশিশু, বৃদ্ধ-বৃদ্ধা কিংবা অসহায় নারী-পুরুষ। সময় ঘনিয়ে আসার সাথেই পরিবেশ হয়ে ওঠে আরও আবেগময়। কেউ শরবত এগিয়ে দেন, কেউ খাবারের থালা সারিবদ্ধভাবে সাজান। সারাদিনের ক্লান্তি যেন হারিয়ে যায় এই পরস্পরের সহযোগিতার মাঝে। এখানে ধনী-গরিবের ভেদাভেদ নেই, নেই কোনো সামাজিক বৈষম্য। সবাই একসঙ্গে বসে বসুন্ধরা শুভসংঘের উন্মুক্ত ইফতার বৈঠকে একসঙ্গে দোয়া করে ইফতার গ্রহণ করে।
শুক্রবার পবিত্র রমজানের ষষ্ঠ দিনের উন্মুক্ত ইফতার বৈঠকে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের একান্ত সচিব মাসুদুর রহমান মান্না। আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রাফিউল আহমেদ বাপ্পি এবং সৌল জাংশনের আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহিন।
আয়োজনে উপস্থিত হয়ে মাসুদুর রহমান মান্না বলেন, সব ধরনের শুভ কাজের সাথেই বসুন্ধরা শুভসংঘ কাজ করে যাচ্ছে। সারাদেশেই সংগঠনের কার্যপরিধি চলমান। আমরা চেষ্টা করছি সমাজের দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে। ইতিমধ্যে বসুন্ধরা শুভসংঘ সেলাই মেশিন বিতরণ, বিভিন্ন চরাঞ্চলে স্কুল প্রতিষ্ঠাসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই অংশ হিসেবে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য মাসব্যাপী ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। এক বৃদ্ধ রিকশাচালক চোখে জল নিয়ে বলেন, এই রকম ইফতারে বসার সুযোগ আমার জীবনে খুব কম এসেছে। এখানে সবাই আমাদের আপন করে নিয়েছে। মনে হচ্ছে, আমি কারও দয়া নয়, ভালোবাসার দাওয়াতে এসেছি।
বসুন্ধরা শুভসংঘের এই আয়োজন কেবল ইফতার দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি সমাজে এক নতুন বার্তা ছড়িয়ে দিচ্ছে। বসুন্ধরা শুভসংঘের উদ্যোগ যেন এক দীপশিখা, যা আলো ছড়িয়ে দিয়েছে বহু ক্ষুধার্ত মানুষের হৃদয়ে। বসুন্ধরা শুভসংঘের মাসব্যাপী ইফতার কার্যক্রমে সার্বিক তত্ত্বাবধানে কাজ করছে ইব্রাহিমপুরের স্বেচ্ছাসেবী গ্রুপ সৌল জাংশন৷
SOURCE : বাংলাদেশ প্রতিদিনবসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণে স্বাবলম্বী হাজারো পরিবার
Thousands of Families Self-Reliant with Bashundhara Foundation's Interest-Free Loans
ভোলা নৈশ ও দিবা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বসুন্ধরা শুভসংঘের শিক্ষা উপকরণ বিতরণ
Bashundhara Shuvosangho Distributes Educational Materials at Bhola Night and Day school
দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের ভরসার নাম বসুন্ধরা গ্রুপ
Bashundhara Group A Trusted Name for Underprivileged Meritorious Students
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে
Tree Plantation Campaign Held at Rajshahi University
সৈয়দপুরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে গাছের চারা রোপণ
Tree Plantation Initiative by Bashundhara Shuvosangho in Saidpur